LOG IN
SIGN UP
Informrbd
home . about . banglalink . others . youtube tips . hacking tips
আপনার অনলাইন পরিচয় ও তার নিরাপত্তা রাখুন নিচের নির্দেশনা থেকে।
14-01-20 (10:07)
যত দিন যাচ্ছে মানুষ তত বেশী ইন্টারনেট ব্যবহার হচ্ছে। ইন্টারনেট নিজের পরিচয় সংরক্ষণ করার জন্য যে সকল মাধ্যমের কথা। ই-মেইল কিংবা ফেসবুক নিজের একাউন্ট অন্যে ব্যবহার করতে না পারে সেজন্য সতর্ক থাকা প্রয়োজন। এক্ষেত্তে প্রত্যেক সাইটে ঢোকার ক্ষেত্তে যে পাসওয়ার্ডটি ব্যবহার করা হর সেটির গোপনিরতা রাক্ষা করাও জরুরি। পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষা করার জন্য কয়েকটি টিপস বা কৌশল এখানে দেওয়া হলো ১: সংক্ষিপ্ত পাসওয়ার্ডের পরিবর্তে দীর্ঘ পাসওয়ার্ড ব্যবহার করা। ২: বিভিন্ন ধরনের বর্ণ ব্যবহার করা অর্থাৎ কেবল ছোট হাতের অক্ষর ব্যবহার না করে বড় হাতের এবং ছোট হাতের বর্ণ ব্যবহার করা। ৩: শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা। যেমন[email protected] ৪:অনেকেই পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করেন। যেমন 1astpass,keepass ইত্যাদি এগুলো ব্যবহার করা যেতে পারে।
1 comment of posting আপনার অনলাইন পরিচয় ও তার নিরাপত্তা রাখুন নিচের নির্দেশনা থেকে।
104

suvo
nice
at 2020 ago
» ইউটুব থেকে যে কোন ভিডিও ডাউনলোড করার সহজ উপায় সাথে থাকছে যে কোন ফরম্যাট।
» টাইটেল পরে বলা হবে
» এবার যে কোন সাইটের কোড বের করুন কোন প্ৰকার অ্যাপ ছাড়া।
» এবার জাভা ফোন দিয়ে কীভাবে ইউটুব সাপট করবেন 100% গ্যারান্টি কাজ হবে। একবার দেখুন।
» এবার ইউটুবের সকল ভিডিও ডাইনলোড করুন তিনটা পদ্ধতিতে।
Name:

Comment:

Smilies List
online: 0 | hits: 1117x
© pvlcms